জুমবাংলা ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে সারা রিসোর্টে বনভোজনে গিয়ে মদ্যপানের পর তিনজনের মৃত্যু ও ১৩ জন অসুস্থ হওয়ার ঘটনায় শ্রীপুর থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে শ্রীপুর থানার এসআই নয়ন ভুঁইয়া বাদী হয়ে ওই মামলা করেছেন।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, ২৮ জাুনয়ারি ঢাকার ফরথট পিআর এশিয়া টেক্স ফার্ম থেকে অনুষ্কা গাজীর নেতৃত্বে ৪০ জন লোক গাজীপুরের শ্রীপুর উপজেলার পাবুর চালা এলাকায় সারা রিসোর্টে বনভোজনে যায়। রিসোর্টে অবস্থানকালে তারা বাইরে থেকে মদ ও বিভিন্ন ধরণের খাদ্যদ্রব্য আনে। পরে রাতে তারা মদ পান করে।
৩০ জানুয়ারি দুপুরে বনভোজন শেষে ফরথট পিআর এশিয়া টেক্স ফার্ম-এর লন্ডন এক্সপ্রেস বাসযোগে রিসোর্ট থেকে সকলে একত্রে বের হয়ে যায়। পথিমধ্যে তাদের মধ্যে ১২/১৩জন মারত্মক অসুস্থ্য হয়ে পড়লে তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
পরে সহরোওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শিহাব জহির নামের একজন মারা যান। পরে অসুস্থদের মধ্য থেকে আরও দুইজনের মৃত্যু হয়।
তবে জড়িতদের কাওকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।