নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে সালাহউদ্দিন সালমানের ৫ম কাব্যগ্রন্থ “ঘরের খোঁজে নিখোঁজ বাড়ি” অনুপ্রাণন প্রকাশনী থেকে প্রকাশিত, কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন প্রচ্ছদ শিল্পী ‘আইয়ুব আল আমিন’। ৫৩-টি কবিতার সমন্বয়ে কাব্যগ্রন্থটি অমর একুশে গ্রন্থমেলায়,পাওয়া যাবে অনুপ্রাণন এর ২৩১-২৩২ নম্বর স্টলে।
অনুপ্রাণন প্রকাশনীর স্বত্বাধিকারী প্রকাশক আবু মোঃ ইউসুফ জানান,আমার প্রকাশনা থেকে সালাহউদ্দিন সালমানের, তৃতীয় কাব্যগ্রন্থ-“ঘরের খোঁজে নিখোঁজ বাড়ি” পান্ডুলিপি পড়ার পর আমাদের নির্বাচকরা দ্ব্যর্থহীন ভাবে কাব্যগ্রন্থটি প্রকাশের জন্য আগ্রহ জানিয়েছেন, কবিতা লিখার যে কাব্য মেধা শব্দ চয়ন, স্বল্পপরিসরে কবিতার মুগ্ধকর পটভ‚মি, অসাধারন কথার যোগসূত্র আর ভাষাশৈলীর গাথুনি, সব মিলিয়ে অপূর্ব নির্ভেজাল জীবনের নির্যাস পাওয়া যায় তরুণ এই কবির কবিতায়।
কবি সালাহউদ্দিন সালমান জানান, “ঘরের খোঁজে নিখোঁজ বাড়ি” কাব্যগ্রন্থটি ফেব্রæয়ারির প্রথম দিন থেকেই মেলায় অনুপ্রাণন এর ২৩১-২৩২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে, এটি আমার ৫ম কবিতার বই, প্রাণের মেলায় কবিতার বই প্রকাশ হওয়া মানে ব্যাপক আনন্দ ও আশাবাদী, বইটির বিষয়বস্তু স¤পর্কে তিনি আরো বলেন,২৩১-২৩২ কবিতার বইটিতে ৫৩ টি কবিতা আছে যা সর্বপাঠকের জন্য লেখতে চেয়েছি, সমাজের সুবিধাভোগী শ্রেণীর নির্লজ্জ ছবিও ওঠে এসেছে কবিতায়, ভাষার জটিলতা এড়িয়ে সহজসাধ্য কথায় মন ভরাতে চেয়েছি পাঠকের, প্রেম দ্রোহ রাজনীতি দেশ মা ও মাটির কবিতায় ভরপুর, কবিতা সত্য সুন্দর জীবনের সাথে চলে, আমিও কবিতার সাথে চলতে চেয়েছি।
উল্লেখ্য, কবি ও সাংবাদিক সালাহউদ্দিন সালমানের জন্ম মুন্সীগঞ্জ বিক্রমপুরে, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাব্যগ্রন্থটি বইমেলার অনুপ্রাণন প্রকাশনীর ২৩১-২৩২স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া বইটি পাওয়া যাবে কাটাবনে অবস্থিত অনুপ্রাণনের অফিসে অথবা অনলাইনে বইটি পাওয়া যাবে এই লিংকে : http://www.anupranon.com/product/ghorer-khonje-nikhonj-bari/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।