কোচিংয়ে দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে তাকে অনেকেই দেখতে চান। এ নিয়ে তিনি নিজেও একাধিকবার গণমাধ্যমে কথা বলেছেন।
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর আরও একবার সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছে। যদিও এই কোচের তরফে এখনো আনুষ্ঠানিক কিছু জানা যায়নি।
বুধবার ছিল বিসিবির বোর্ড মিটিং। যেখানে অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হয়েছে কোচ সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করা নিয়ে। ইতোমধ্যে বিসিবির পক্ষ হতে এক পরিচালক এই কোচের সঙ্গে কথা বলে রেখেছেন বলেও জানা গেছে।
বিসিবি চাইছে বাংলাদেশের কোচিং প্যানেলে দেশি এই কোচকে যুক্ত করতে। উল্লেখ্য, হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী কোচ হিসেবে টিম টাইগার্সের দায়িত্বে আছেন ক্যারিবিয়ান ফিল সিমন্স।
সালাউদ্দিনকে নিয়ে আগ্রহী বিসিবি এখন এই কোচের সাড়া পাওয়ার অপেক্ষায় আছে। মিটিংয়ে উপস্থিত থাকা বিসিবির একজন পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত সহকারী কোচ হওয়ার জন্য সালাউদ্দিনকে প্রস্তাব দিয়েছে বিসিবি। প্রস্তাবে রাজি হলেই আগামী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাংলাদেশ দলের সঙ্গে দেখা যেতে পারে সালাউদ্দিনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।