জুমবাংলা ডেস্ক : করোনা পরীক্ষায় রিজেন্ট হাসপাতালের কেলেঙ্কারি মামলায় সাহেদসহ ৩ জনকে র্যাবে হস্তান্তর।
করোনা পরীক্ষা জালিয়াতি, ভুয়া সনদ সরবরাহ ও নানা অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রতারণার বিরুদ্ধে করা মামলায় আসামি সাহেদসহ তিনজনকে র্যাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে তাদের র্যাবে হস্তান্তর করা হয়।
সাহেদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ মামলা হস্তান্তরের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ভারতে পালানর সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাহেদের মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু, মামলার স্বার্থে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে মামলাটি ফের র্যাবের কাছে হস্তান্তর করা হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।