জুমবাংলা ডেস্ক : সিকিউরিটি গার্ডের পোশাক পরে সিলেটে এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। শুক্রবার বিকেলে এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের একটি বাড়ি থেকে ওমর ফারুক তালুকদার নামে ওই যুবককে আটক করা হয়।
ওমর ফারুক শেরপুরের ডালিমুল বাজারের লুৎফর রহমান তালুকদারের ছেলে ও বর্তমানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর নতুন নগর ধামশনার বাসিন্দা।
এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন, সম্প্রতি ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে ধোপাগুল গ্রামের একটি মেয়ের সম্পর্ক হয়। তিনি নিজেকে কখনো নিরাপত্তা বাহিনীর সদস্য ও কখনো ব্যবসায়ীর একমাত্র ছেলে পরিচয় দেন। পরে মেয়েটি তাকে দেখা করতে বলেন। শুক্রবার সিকিউরিটি গার্ডের পোশাক পরে তার সঙ্গে দেখা করতে গেলে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তাকে আটকে পুলিশে সোপর্দ করা হয়।
ওসি জানান, ফারুক ভুয়া পরিচয়ে সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।