নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত আশিকুর রহমান এ্যাশকে ঢাকায় বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া সমিতি ও ঢাকাস্থ ২ নং শিদলাই ইউনিয়নবাসীর আয়োজনে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে সভাপত্বি করেন নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক লায়ন মোস্তফা কামাল।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক সরকার, আবু তাহের, মো. রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম সরকার, বাসার উদ্দিন সরকার, আফজাল হোসেন, শফিকুল ইসলাম দুলাল, মাসুক সরকার, জালাল উদ্দিন, মোহাম্মদ কামাল, খাজা হারুন, দিপু খান, খলিলুর রহমান ভুইয়া, মোহাম্মদ জসিম।
সভাপতির বক্তব্যে লায়ন মোস্তফা কামাল বলেন, আশিকুর রহমান এ্যাশ শুধুমাত্র কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গর্ব নন, তিনি পুরো বাংলাদেশের গর্ব। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গ্রাম থেকে অস্ট্রেলিয়ার মতো একটি দেশে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি কাউন্সিলর নির্বাচিত হওয়া মুখের কথা নয়। এটা সত্যি সত্যিই গর্ব করার মতো বিষয়।
তিনি এ্যাশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আশিকুর রহমান এ্যাশ বলেন, তার এই অর্জন শুধু একার নয়, এই অর্জন বাংলাদেশের, এই অর্জন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার। এই অর্জনের পেছনে বাবা-মা, ভাই-বোন ও শিক্ষকদের অবদানের পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিরও অবদান রয়েছে।
কাউন্সিলর নির্বাচিত হয়ে মানুষের জন্য করার সুযোগ পাওয়ায় তিনি অস্ট্রেলিয়ার লেবার পার্টি এবং বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান।
সুযোগ পেলে ভবিষ্যতে কুমিল্লার মানুষের জন্যও কাজ করার আগ্রহ প্রকাশ করেন আশিকুর রহমান এ্যাশ।
বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামে। মরহুম তাজুল ইসলাম মাস্টার ও মরহুমা রাহেলা বেগমের কনিষ্ঠ পুত্র আশিকুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে সাফল্যের সহিত স্নাতক ডিগ্রী সম্পন্ন করার পর উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। উচ্চ শিক্ষার পর সেখানে তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেন। শুরু করেন রাজনীতিও। লেবার পার্টির হয়ে গত বছর সেপ্টেম্বরে ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিল নির্বাচনে প্রার্থী হয়ে চমক দেখান তিনি। নির্বাচিত হন কাউন্সিলর।
অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতির ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে : প্রেসসচিব
ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল হতে ‘সিটিজেন অফ দ্য ইয়ার (নমিনি)’ পদক জয়ী আশিকুর রহমান কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্বেলটাউন সিটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করছেন। গত এক যুগ ধরে তিনি বাংলাদেশি কমিউনিটির যে কোনও প্রয়োজনে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানে শিদলাই আশরাফ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও আশিকুর রহমান এ্যাশকে ক্রেস্ট প্রদান করা হয়। এই স্কুলের কৃতি শিক্ষার্থী তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।