জুমবাংলা ডেস্ক : নগরীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেই মারা গেলেন আবদুর রহিম ওরফে লাভলু মাস্টার (৫৫) নামে লতিফ বাওয়ানী জুট মিলের এক শ্রমিক।
শনিবার সকালে ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের বাওয়ানী আদর্শ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত আবদুর রহিম বরিশালের কোতয়ালী থানার রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার মো. বারেক দাড়োয়ানের ছেলে। আব্দুর রহিম লতিফ বাওয়ানী জুট মিলের শ্রমিকদের দীঘির কলোনীতে থাকতেন।
লতিফ বাওয়ানী জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আবু বকর সিদ্দীক বলেন, শনিবার সকাল ৯টার দিকে আবদুর রহিম ভোট দেন। পরে কলোনীতে ফিরে আসা মাত্রই বুকে ব্যাথা অনুভব করেন তিনি।
এ সময় কলোনীর অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে স্থানীয় নিরু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন বেলা সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন।
ডাক্তারদের দেয়া তথ্য মতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।