জুমবাংলা ডেস্ক : রেল ভ্রমণের জন্য টিকেট কাটার নতুন পদ্ধতি শিথিল করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়মে ট্রেনের টিকেট কিনতে জাতীয় পরিচয়পত্রের কথা উল্লেখ থাকলেও বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। এখন এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের টিকেট কেনা ও ট্রেন ভ্রমণ করা যাবে।
বৃহস্পতিবার রেল মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৩ আগস্ট ২০২০ তারিখ বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীগণের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করার বিষয়টি এতদ্বারা শিথিল করা হলো এবং এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্যের টিকেট ক্রয় ও ট্রেন ভ্রমণ করা যাবে।’
এর আগে গত ১৩ আগস্ট রেল ভ্রমণের জন্য টিকেট কাটার নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকেট কেনা যাবে না।অক্টোবরের শেষ নাগাদ নতুন এ নিয়ম চালু হবার কথা জানানো হয়েছিল।
টিকেট কালোবাজারি বন্ধ এবং ভ্রমণের সময় যাত্রীর পরিচয় নিশ্চিত করার জন্য এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।