সিনক্লেয়ার: লিভারপুলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় খেকে ফ্রাইড চিকেন বিক্রেতা

সিনক্লেয়ার

ভাগ্য আপনাকে সবকিছু দিতে পারে। সেখান থেকে অনেক কিছু কেড়েও নিতে পারে। উদাহরণ হিসেবে লিভারপুলের সর্বকনিষ্ঠ ফুটবলার জেরোম সিনক্লেয়ারের কথা বলা যেতে পারে। ছোটবেলা থেকে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব আর্সেনালের হয়ে খেলতে চেয়েছিলেন।

সিনক্লেয়ার

তিনি বিখ্যাত ফরাসি ফুটবলার থিয়েরি হেনরির অনেক ভক্ত। ভক্তরা ভেবেছিল যে, তিনি হয়তো হেনরির অনেক রেকর্ড ছুঁয়ে ফেলবেন। জেরোম সিনক্লেয়ারের ক্লাবের হয়ে শুরুটা ছিল দুর্দান্ত। ১৬ বছর বয়সে তাকে বেঞ্চ থেকে মাঠে খেলতে নামিয়ে দেওয়া হয়েছিল।

তবে বর্তমানে তিনি ফ্রাইড চিকেন বিক্রেতা হিসেবে পরিচিত। ২০১২ সালে ২৬ শে সেপ্টেম্বর। ঐদিন ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের হয়ে সর্বকনিষ্ঠ খেলার হিসেবে মাঠে নামেন তিনি।

পাশাপাশি ওই দিন ছিল তার অর্জনের দিক থেকে সাফল্যমন্ডিত একটি দিন। যখন তার বয়স আট তখন থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগের বয়স ভিত্তিক দলে খেলেছেন। তিনি ইংল্যান্ডের বারমিংহাম শহরে জন্মগ্রহণ করেন।

২০১৬ সাল পর্যন্ত লিভারপুলের হয় তিনি মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন। লিভারপুল তাকে ছেড়ে দিলে তিনি ওয়ার্ডফোর্ড ক্লাবে জয়েন করুন। লোন হিসেবে তিনি আরও কয়েকটি ক্লাবে খেলার সুযোগ পান।

ওয়াডফোর্ড ক্লাব এবং তার মধ্যে যে চুক্তি হয় তা শেষ হওয়ার পর তিনি রীতিমতো ক্লাবহীন খেলোয়াড়ে পরিণত হন। পরবর্তী সময়ে অক্সফোর্ড ইউনাইটেড ক্লাবে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরবর্তী সময়ে তিনি কোন ক্লাবের সাথে স্থায়ী চুক্তিতে যেতে পারেননি।

দিশেহারা হয়ে জেরোম সিনক্লেয়ার এখন বার্মিংহাম শহরে ফ্রাইড চিকেন বিক্রেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। সিনক্লেয়ারের ব্যর্থতার পিছনে সব থেকে বড় কারণ ছিল ইনজুরি। জেরোম সিনক্লেয়ার মনে করেন যে, ফুটবলে পেশাদারিত্ব বজায় রাখতে হলে বেশি আবেগপ্রবণ হওয়া যাবে না। তরুণ ফুটবলারদের জন্য তিনি এরকম পরামর্শ দিয়েছেন।