জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জে কারাগারে থাকা চার আসামি ৪০ লাখ টাকা মুচলেকায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সুপ্রিয়া রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন।
এই চার আসামি হলেন- পাবনার সাথিয়া থানার দারামুধা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে শামীম ওরফে হামিম ওরফে কিরণ (২০), আবু তালেবের ছেলে নাইমুল ইসলাম ওরফে নাঈম (২১), সাতক্ষীরার তালা থানার দক্ষিণ নলতা গ্রামের বজলুর রহমানের ছেলে আমিনুল ইসলাম ওরফে শান্ত (২০) ও দিনাজপুরের কোতোয়ালি থানার শশরা গ্রামের মানিক হোসেনের ছেলে আতাউর রহমান (১৯)।
আদালতের পেশকার মনির হোসেন জাগো নিউজকে জানান, বুধবার শুনানি হওয়ার পর আজ দুপুরে প্রত্যেককে ১০ লাখ টাকা মুচলেকায় পাবনার দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিরাজদ্দৌলার জিম্মায় জামিন দেওয়া হয়।
বিবাদী পক্ষের আইনজীবী এসএম আলী আজগর (মিনু সরকার) বলেন, প্রত্যেককে ১০ লাখ টাকা মুচলেকায় স্থানীয় এক ব্যক্তির জিম্মায় তাদের জামিন দিয়েছেন আদালত। এখন কারাগারের প্রক্রিয়া শেষ হওয়ার পর তারা মুক্তি পাবেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর ভোরে শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামের একটি বাড়ি থেকে পিস্তল, কার্তুজ, চাপাতি ও বোমা তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেফতার করে র্যাব। এ ঘটনার পরেরদিন র্যাব-১২ এর আনোয়ারুল ইসলাম বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।