আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগে জানিয়েছে, বিস্ফোরণের পর উদ্ধার অভিযান চালায় তারা। রয়টার্স, আল জাজিরা
এ ঘটনায় সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকার তিন দিনের শোক ঘোষণা করেন।
প্রদেশের জরুরি সেবা বিভাগের প্রধান সামান নাদের বলেছেন, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে সুলাইমানিয়া শহরে বিস্ফোরণ ঘটেছে। এতে প্রাথমিকভাবে ১১ জন নিহত ও আরও ১৩ জন আহত হওয়ার তথ্য পাওয়া যায় বলে জানান তিনি।
তবে দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।
প্রদেশের সিভিল ডিফেন্সের প্রধান দিয়ার ইব্রাহিম বলেন, শুক্রবার ভোররাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল। ধ্বংসস্তূপের নিচে আর কোনো মৃতদেহ নেই। পুলিশ জানিয়েছে, আগুনে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচটি গাড়ি পুড়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।