জুমবাংলা ডেস্ক : সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে নারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে একদল পুলিশ অভিযান চালায়। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল হোটেলে গিয়ে দেখতে পায় অনৈতিক কাজে লিপ্ত রয়েছে কয়েকজন নারী ও পুরুষ। এসময় ২ নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে, অসামাজিক কাজে লিপ্ত থাকায় একই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কয়েকজন নারী পুরুষকে আটক করেছিল পুলিশ সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।