জুমবাংলা ডেস্ক : দৈনিক তরুণ কন্ঠের সিলেট ব্যুরো চিফ ও অনলাইন নিউজ পোর্টাল সিএন বাংলাদেশ’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক অরুন সরকার সহ ৩ জনকে আটক করেছে র্যাব-৯। রোববার (২৭ জুন) রাত ১১টার দিকে জৈন্তাপুর থানার লক্ষী প্রসাদ এলাকা থেকে তাদেরকে ৩১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কাটার বাজারে অব্স্থান করছে জেনে অভিযান চালালে র্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে চাইলে তাদেরকে লক্ষী প্রসাদ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুরের হেমুভাটপাড়া গ্রামের পুলিন সরকারের ছেলে অরুণ সরকার (৩৯), সাতারখাই গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে আব্দুল করিম (৫৫), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সুহেল আহমদ (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত অরুণ সরকার নিজেকে দৈনিক তরুণ কন্ঠের সিলেট ব্যুরো সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময় মানুষকে হয়রানি করে চাঁদা আদায় করে। তাছাড়া সে চোরাকারবারি ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।