জুমবাংলা ডেস্ক : শনিবার কতবার হয়েছে ভূমিকম্প সিলেট নগরীতে এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। কেউ বলছেন, ৪ বার, ৫ বার, কেউ বলছেন ৭বার, আবার কেউ কেউ বলছেন ৮ বারও। তবে সিলেট আবহাওয়া অফিসের একটি সূত্র বলেছে ভূমিকম্প হয়েছে ৪ বার। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে সিলেট নগরীতে রিখটার স্কেল ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্র ১৪ মিনিটের মাথায় অর্থাৎ ১০টা ৫০ মিনিটে ৪.১ মাত্রায় দ্বিতীয় দফায় ভূমিকম্প হয় নগরীতে। এর কিছু সময় যেতে না যেতেই সকাল সাড়ে ১১টায় ২.৮ মাত্রায় আরেক দফা ভূমিকম্প হয় সিলেট শহর ও আশেপাশে। আর সর্বশেষ বেলা ১টা ৫৮ মিনিটে রিখটার স্কেল ৪ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়।
সিলেটের আবহাওয়া অফিস ৪ বার ভূমিকম্পের কথা বললেও, নগরীর মানুষ এটা মানতে নারাজ। অনেকেই, ৪, ৫ বার, ৭ বার আবার কেউ কেউ ৮ বার ভূমিকম্প হওয়ার কথাও বলছেন। এটি নিয়ে ফেসবুকে পক্ষ-বিপক্ষ হয়ে তুমুল লেখালেখি চলছে।কেউ ৫ বার লিখলে আরেকজন ৭ বার হয়েছে লিখে কমেন্টস করতেও দেখা গেছে।
তবে, সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেছেন, রিখটার স্কেল ২ মাত্রার নিচে যে কম্পন হয় সেটিকে গণনা করা হয় না। ভূমিকম্পের পরপর ছোট যে কম্পন হয় সেটি ‘আফটার শক’। সুতরাং সংখ্যার চেয়ে ভূমিকম্পের মাত্রা বিবেচনায় নেয়া জরুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।