সিলেট বিভাগে সংক্রমণ হার ৩.২৩ শতাংশ

জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইারসে সংক্রমণের হার কমে হয়েছে ৩.২৩ শতাংশ। এসময় বিভাগে করোনায় আক্রান্ত হয়েছে ৩১। মারা গেছে ১ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

তথ্যমতে, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৬১টি নমুনা পরীক্ষা করা হয়, এতে ৩১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরমধ্যে ২৭ জন সিলেট জেলার, ২ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছে। এতে বিভাগে সংক্রমণের হার ৩.২৩ শতাংশ। এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪৪২ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৩ হাজার ৫২৫ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২২৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬১৬ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ৭২ জন রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৪ জন সিলেট জেলার, ১০ জন হবিগঞ্জে ও ৪ জন মৌলভীবাজার জেলায় রয়েছেন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা যাওয়া ১ ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলো ১ হাজার ১৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৬১ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন রয়েছেন।একই সময়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৮৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৭৭ জন, সুনামগঞ্জে ৭ ও মৌলভীবাজার জেলার হাসপাতালে ২ জন রয়েছেন।