
জুমবাংলা ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দাদের একটি দল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সোয়া কোটি টাকা। খবর ইউএনবি’র।
শুক্রবার সকাল ৮টা ৪৫মিনিটে দুবাই থেকে আসা বিজি-২৪৮ ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে আসেন ব্রাক্ষণবাড়িয়ার কসবা এলাকার জামিল আহমদ (২৮)। উদ্ধারকৃত স্বর্ণের ১২টি বার তার উরুতে বিশেষ ব্যবস্থায় রাখা ছিল। অন্য দুটি স্বর্ণের বার এবং কিছু স্বর্ণালংকার তার হাত ব্যাগ থেকে উদ্ধার করা হয়।
ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা সহকারী পরিচালক আল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা জামিল আহমদের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছিল। পাহারা দিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পর্যন্ত নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জামিল আহমদ তার কাছে স্বর্ণের বার থাকার কথা অস্বীকার করেন। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সবার উপস্থিতিতে তার পায়ের উরুতে বিশেষভাবে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা আল আমিন আরও জানান, দুবাই ফেরত জামিলের হাত ব্যাগ থেকেও দুটি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য সোয়া কোটি টাকা।
আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি ওজনের ১৩০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।
ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মোহাম্মদ মারুফুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান হওয়ার খবর পেয়ে তা প্রতিরোধে কাস্টমস হাউজ ঢাকার প্রিভেন্টিভ দল বিমানবন্দরের বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং নজরদারি করতে থাকেন।
পরে রাত ১১টার দিকে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা লুৎফর রহমানকে শনাক্তের পর তল্লাশি করা হয়।
এ সময় লুৎফরের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব বারের মোট ওজন প্রায় ১৫ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫০ লাখ টাকা।
এর আগে গত ১৮ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ দল ৬০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করে।
উদ্ধার হওয়া ওই স্বর্ণের ওজন ছিল প্রায় ৭ কেজি। যার বাজার মূল্য ছিল ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।