জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লার একটি বাড়ি থেকে মঙ্গলবার রাতে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
এসব রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পালিয়ে এসে সীতাকুণ্ডের একটি কারখানায় কাজ করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে এলাকাটি ঘিরে রেখে বাড়িতে অভিযান চালিয়ে এক ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম শেখ বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এ রোহিঙ্গারা সীতাকুণ্ডের কেশবপুর মোল্লাপাড়ার মোবারক সওদাগরের আশ্রয়ে ছিল। আমরা তার বড় একটি ঘর থেকে তাদের আটক করেছি।’
অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি (গোয়েন্দা) সুমন বণিক বলেন, ‘তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।