জুমবাংলা ডেস্ক : রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা হলেন- উপজেলার মীরগঞ্জ ভানুকর গ্রামের তছির উদ্দিনের ছেলে এরাজুল ইসলাম (৫০) ও মৃত মিনু মন্ডলের ছেলে সুমন আলী (৩৫)।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার হরিরামপুর এলাকা থেকে ভারতের মুর্শিদাবাদ জেলার জলংগী থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়।
জানা গেছে, বেলা ১১টার দিকে পদ্মা নদীর ২ নম্বর কলোনীর চরের কাশবনে কাশ কাটতে গিয়েছিলেন এরাজুল ও সুমন। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। বিএসএফের উপস্থিতি টের পেয়ে কোনো রকমে পালিয়ে এসেছেন একই এলাকার শ্রমিক শাহজাহান আলী।
তিনি বলেন, কাশবনে গিয়ে তারা কাশ কাটছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা দুজনকে ধরে নিয়ে যায়। তবে টের পেয়ে পালিয়ে এসেছেন তিনিসহ আরও ৫-৬ জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আলাইপুর ক্যাম্প ইনচার্জ আবু তালেব বলেন, বাংলাদেশিদের ফেরাতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বিএসএফকে। এ নিয়ে আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এর আগে গত ১৩ সেপ্টেমর নওগাঁর পোরশা সীমান্ত থেকে মোসাহাক আলী (২৭) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।