নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউন ও মিনি সুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৩ মে) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপুর পৌনে ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ি, চৌরাস্তা ও কাশিমপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “কোনাবাড়ী ফায়ার স্টেশনে দুপুর ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। ফয়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।”
এলাকাবাসী জানান, প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা জান্নাতুল এন্টারপ্রাইজ নামের একটি সুতা তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জান্নাতুল টেক্সটাইল কারখানার মালিক জাহাঙ্গীর বলেন, “বাইরে থেকে আগুনটা লেগেছে। আমার কারখানার ভেতর থেকে আগুন লাগার সুযোগ নেই। আমার ৬ কোটি টাকার মালামাল ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।