জুমবাংলা ডেস্ক: সুনামগঞ্জের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে ফেসবুকে ‘মিথ্যা গুজব’ পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। খবর ইউএনবি’র।
সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারকে সোমবার রাত ২টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বেসরকারি চ্যানেল এসএ টিভির জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক।
সূত্র জানায়, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম আটক হয়েছেন বলে ফেসবুকে একটি পোস্ট দেন মাহতাব। এ নিয়ে আলোচনা শুরু হলে ধর্মপাশা থানায় তাকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলাটি করেন ধর্মপাশার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান। পরে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘বাদী মামলার এজাহারে অভিযোগ করেছেন যে মাহতাব সাংসদকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করে পোস্ট দিয়েছেন। এ ধরনের মিথ্যাচারে সাংসদের সম্মানহানি হয়েছে।’
তিনি আরও জানান, মামলা দায়েরের পর বিষয়টি তারা সুনামগঞ্জ সদর মডেল থানাকে জানান। পরে সদর থানা পুলিশ ধর্মপাশা থানার সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, ‘আসামিকে মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খালেদ মিয়ার আদালতে হাজির করা হলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।