
জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের দিরাই উপজেলায় নৌকাডুবির ঘটনায় আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো আটজন।
আজ বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রফিনগর ইউনিয়নের কালিয়া কুঠা হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে।
সকালে উদ্ধার চারজন হলো- দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রইতনু নেছা (৩৫), একই গ্রামের শান্তা বেগম (৪), চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামের করিমা বেগম (৬২) ও নোয়ার চর গ্রামের আসাদ মিয়া (৬)।
এখনো নিখোঁজ দুইজনকে উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রফিনগরের ইউনিয়নের মাছিমপুর থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নৌকায় করে চরনার চর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিলো বেশ কয়েকজন। পরে কালিয়া কুঠা হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।