জুমবাংলা ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি গাভী ছয় পায়ের এঁড়ে (দামড়া) বাছুরের জন্ম দিয়েছে। অস্বাভাবিক বৈশিষ্ট্যের সদ্যোজাত বাছুরটি দেখতে প্রচুর মানুষ ভিড় করছেন।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সকালের দিকে রামদেব গ্রামের কৃষক ওই গ্রামের খামারি জাহাঙ্গীর আলম জিন্নাহর একটি গাভী ওই এঁড়ে বাছুর প্রসব করে। বাছুরটির চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে দুটি অতিরিক্ত পা রয়েছে। অর্থাৎ চারটি পা থাকার কথা থাকলেও এটির পা ছয়টি।
কৃষক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, গাভীটি সকালের দিকে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছে আরও দুটি পা রয়েছে। অস্বাভাবিক অঙ্গপ্রত্যঙ্গের বাচ্চা প্রসবের সময় জটিলতা দেখা দেওয়ায় গাভীটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। পরে চিকিৎসকের পরামর্শে গাভীটি সুস্থ আছে।
তিনি আরও বলেন, এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ার প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন চিকিৎসক। এখন বাছুরটিও সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটেনা। তবে আশা করা যাচ্ছে ৬ পা হলেও বাছুরটির কোন সমস্যা হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।