জুমবাংলা ডেস্ক : সফরে এসে রাজনৈতিক অবস্থা এবং চীনের সঙ্গে বাংলাদেশের অবস্থার বিষয়ে নানা কথা জানার চেষ্টা করছেন মার্কিন দুই কংগ্রেসম্যান এড কেইস ও রিচার্ড ম্যাককর্মিক। এ ধারাবাহিকতায় রোববার (১৩ আগস্ট) বিকালে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কংগ্রেসম্যানরা বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন তারা।
বৈঠকে ফটোগ্রাফার শহীদুল আলম, সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, আর্টিকেল ১৯ এর আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) ফারুক ফয়সাল ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ এক ডজনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।
মার্কিন রাষ্ট্রদূতের বাসায় অনুষ্ঠিত বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ সময় শহীদুল আলম বলেন, ‘ঘরোয়া আলাপ ছিল। আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ব্যক্তিগত জায়গা থেকে অনেকে কথা বলেছেন। বাংলাদেশের মানুষ নির্যাতিত, সুষ্ঠু নির্বাচন হয়নি সেসব কথা উঠেছে। আমাকে যে আইনে গ্রেফতার করা হয়েছিল তা নিয়ে এখনো আমি ভুগছি, আলোচনায় এসব কথা উঠে আসে। ’
বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে আর্টিকেল ১৯ এর আঞ্চলিক পরিচালক (দক্ষিণ এশিয়া) ফারুক ফয়সাল বলেন, গণতন্ত্রকে সুসংহত করার লক্ষ্যে কী করা দরকার সেসব বিষয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে। তারা জিজ্ঞাসা করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছিল কি না। আমরা বলেছি বাংলাদেশে আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এখন নেই। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা আছে কি না, সেটা রাজনৈতিক দল বলতে পারবে বলে জানিয়েছি। ’
নির্বাচন নিয়ে সৃষ্ট সংকট সমাধানে সব রাজনৈতিক দলের সংলাপ প্রয়োজন বলে মনে করেন ফারুক ফয়সাল। তিনি বলেন, ‘সংলাপের মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কেমন হবে তা নির্ধারিত হবে। আমাদের নির্বাচন কেমন হবে ইউরোপ-আমেরিকা ঠিক করতে পারবে না। আমাদের রাজনৈতিক সংকট আমাদের সংলাপের মাধ্যমেই ঠিক করতে হবে। ’
এদিকে বৈঠকে রাজনৈতিক সংকট নিরসনে মানবাধিকার-ভোটাধিকার নিশ্চিতের কথা বলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। অনেকেই ছিল, তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আমার বক্তব্য সবসময় একই- মানবাধিকার-ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এইসব সাক্ষাতে রাজনৈতিক আলাপ মুখ্য না। নানা বিষয়েই আলোচনা হয়েছে বরে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।