আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভকারীদের আসার বিষয়টি টের পেয়ে নিজের সরকারি বাসভবন থেকে শনিবার পালিয়ে যান শ্রীলংকার প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে।
জানা গেছে, বর্তমানে নৌ বাহিনীর একটি জাহাজে অবস্থান করছেন তিনি৷ তবে সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে কিভাবে বের হয়ে গেলেন প্রেসিডেন্ট গোতবায়া?
গণমাধ্যম আল জাজিরা একজন মন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনের ভেতর একটি গোপন সুড়ঙ্গ পথ আছে। যেই পথটি গিয়ে মিলেছে নৌ বাহিনীর একটি ক্যাম্পের কাছে৷
জানা গেছে নৌ বাহিনীর সদস্য এবং প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা প্রেসিডেন্ট গোতবায়াকে গোপন সুড়ঙ্গ দিয়ে নৌ বাহিনীর ক্যাম্পে নিয়ে যান৷ সেখান থেকে তাকে নৌ বাহিনীর একটি জাহাজে নিয়ে যাওয়া হয়৷
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী জাহাজটি বর্তমানে সমুদ্রের মাঝে আছে। অবস্থা যদি বেশি বেগতিক হয় তাহলে তিনি শ্রীলংকা থেকে পালিয়ে অন্য কোনো দেশে চলে যাবেন৷
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।