
জুমবাংলা ডেস্ক : কয়েকদিন টানা বৃষ্টির পর আজ রবিবার থেকে সারাদেশে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি কমলেও আজ দেশের বেশিরভাগ এলাকায় মৃদু থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারি বৃষ্টি। সেইসঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতেরও আশঙ্কা আছে। এভাবে টানা দুই-তিন দিন চলতে পারে। সামান্য বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা।
গতকাল শনিবার খুলনায় ভারি বৃষ্টিতে শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। চলতি বছরের মধ্যে এই শহরে এটাই সর্বোচ্চ বৃষ্টিপাত।
এছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ছিল দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত-২২১ মিলিমিটার, যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘দেশের ওপরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গত চার-পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। আজ থেকে বৃষ্টি কমতে শুরু করবে।তবে মাসের শেষের দিকে বৃষ্টি বাড়তে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


