জুমবাংলা ডেস্ক : হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা নিয়ে প্রায় ২৪ বছর ফাঁসির সেলে (কনডেম সেল) থাকা শরীফা বেগমের আপিল মামলাটির ওপর শুনানি হবে আগামী সপ্তাহে। আজ সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেয়।
আদালতে আপিল মামলাটি শুনানির জন্য উপস্থাপন (মেনশন) করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বক্তব্য শুনে আদালত বিষয়টিতে আগামী সপ্তাহে শুনানির জন্য ধার্য করেন।
এডভোকেট শিশির মনির বলেন, ‘দুই যুগ কনডেম সেলে থাকা শরীফার বিষয়টি শুনানির জন্য মেনশন করেছিলাম। আদালত বলেছেন, আগামী সপ্তাহে শুনবেন। ফৌজদারি আপিল সংক্রান্ত মামলাগুলো সাধারণত মঙ্গলবার ও বুধবারে কার্যতালিকায় আসে। সে হিসেবে ওই সময় শুনানির জন্য আসবে।’
প্রসঙ্গত, গত ১ জুলাই দৈনিক দেশ রূপান্তরে ‘ফাঁসির দিন গুনে এক নারীর ২৪ বছর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন প্রতিবেদনটি প্রধান বিচারপতির নজরে আসার পর শরীফার আপিল মামলা দ্রুত শুনানির উদ্যোগ নেন প্রধান বিচারপতি। এরপর প্রধান বিচারপতির নির্দেশে দীর্ঘ দিন পর মামলাটি কার্যতালিকায় আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।