সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কায় ৩ যাত্রীর প্রাণহানি

সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কায় ৩ যাত্রীর প্রাণহানি

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়ে একটি মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আট জন।

সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কায় ৩ যাত্রীর প্রাণহানি

সোমবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পান্না খাতুন (৪৮) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। পান্না নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। অপর দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঝাঐল ওভারব্রিজ এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মাইক্রোবাসটি ওভারব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।