আমরা তো সবাই জানি, সৈনিকেরা যুদ্ধক্ষেত্রে অথবা দৈনিক চর্চার সময় প্রথমে বাঁ পা এগিয়ে দিয়ে মার্চ পাস্ট শুরু করেন। বাম–ডান–বাম। আমরাও স্কুলে ক্লাস শুরুর আগে মার্চ পাস্ট করেছি বাম–ডান–বাম—এই ছন্দে। বিশ্বের সব দেশে সৈনিকদের মার্চ পাস্টের এটাই নিয়ম। ভাবলে অবাক লাগে, কেন একই নিয়ম সারা বিশ্বে চলে আসছে?
কীভাবে এই অভিন্ন নিয়মের প্রচলন হলো? এমনও তো হতে পারত যে ডান–বাম–ডান? অথবা একেক দেশে একেক নিয়ম? না, সেটা হয়নি। কেন? এ বিষয়ে জানার জন্য ব্রিগেডিয়ার জেনারেল শাহেদুল আনাম খানের (অব.) সঙ্গে যোগাযোগ করি। তিনি দ্য ডেইলি স্টার পত্রিকার সাবেক অ্যাসোসিয়েট এডিটর।
তিনি জানান, বিশ্বের সব দেশে একই নিয়মে মার্চ পাস্ট করা হয়। শুরুতে বাঁ পা এগিয়ে দেওয়ার নিয়মটি সর্বজনীন। তাৎক্ষণিকভাবে তিনি একটি কারণ উল্লেখ করলেন। বললেন, এই নিয়ম হয়তো এসেছে এ জন্য যে বাঁ পায়ের সঙ্গে ডান হাতের এবং ডান পায়ের সঙ্গে বাঁ হাতের ছন্দোবদ্ধ ও সমন্বিত সক্রিয়তা রয়েছে। তাই প্রথমে বাঁ পা এগিয়ে দিলে একই সঙ্গে ডান হাত সক্রিয় অবস্থানে তৈরি থাকে এবং ডান হাতের অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করা সহজ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।