আন্তর্জাতিক ডেস্ক: সেনেগাল উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ১৪০ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি’র।
ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পথে চরম ঝুঁকি নিয়ে রওনা দেয়া লোকদের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, শনিবার নৌকাটিতে আগুন ধরে যায় এবং ডুবে যায়।
স্পেনের ক্যানারি আইল্যান্ড দিয়ে ইউরোপের দিকে যাত্রা করেছিল তারা। ২০০ যাত্রীবাহী নৌকাটি সেনেগাল উপকুলে যাওয়ার পর আগুন ধরে যায় এবং ডুবে যায়। এই সময় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।