স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে স্ভেতানা পিরনকোভাকে হারিয়ে নারী এককে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়াসম। আরেক কোয়ার্টার ফাইনালে এলিস মার্টেনসকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
আর পুরুষ এককে তৃতীয় বাছাই দানিল মেদভেদেভকে হারিয়ে শেষ ৪’এ রাশিয়ান তারকা এন্ডি রুবেলভ। নারী এককে সেমি নিশ্চিতে লড়াইয়ে স্ভেতানা পিরনকোভার বিপক্ষে শুরুতে সুবিধা করতে পারেননি মার্কিন টেনিস তারকা সেরেনা। প্রথম সেট হেরে বসেন ৪-৬ গেমে। পরের সেটে ৬-৩ গেমের জয়ে ম্যাচে ফেরেন ২৩ গ্র্যান্ডস্লাম জয়ী। তৃতীয় সেটে পাত্তাই পাননি পিরনকোভা। এই বুলগেরিয়ানকে ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন তৃতীয় বাছাই সেরেনা উইলিয়ামস।
আরেক কোয়ার্টার ফাইনালে এলিস মার্টেন্সের বিপক্ষে দুর্দান্ত শুরু করেন সাবেক ওয়ার্ল্ড নাম্বর ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা। প্রথম সেটে ১৬তম বাছাই এলিসকে ৬-১ গেমে হারান আজারেঙ্কা। দ্বিতীয় সেটেও কোনো প্রতিরোধ গড়তে পারেননি এলিস। কোনো গেম না জিতেই অসহায় আত্মসমর্পণ করেন এই বেলজিয়ান। সেমিফাইনালে আজারেঙ্কার প্রতিপক্ষ সেরেনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।