আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় এক এমপির সঙ্গে মিটিংয়ের পর সেই এমপি করোনা পজেটিভ হওয়ায় সেলফ আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনক।
রবিবার (১৫ নভেম্বর) এনএইচএস-এর টেস্ট অ্যান্ড ট্রেসের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তাঁকে সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়। তবে ১০ ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর কোনো করোনা লক্ষণ দেখা যায়নি।
বিবিসি জানায় অ্যাশফিল্ডের এমপি লি অ্যান্ডারসনের সঙ্গে ৩৫ মিনিট সময় অতিবাহিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অ্যান্ডারসনের করোনা পজেটিভ হলে প্রধানমন্ত্রীকে সেলফ আইসোলেশনে যেতে বলা হয়েছে।
এদিকে দেশটির প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, ১০ ডাউনিং স্ট্রিট থেকেই কাজ চালিয়ে যাবেন বরিস জনসন। এর আগে গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিটে তিন রাত থাকতে হয় তাঁকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।