সৈয়দপুর প্রতিনিধি: আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চালু হচ্ছে ‘সম্প্রীতি এক্সপ্রেস’।
রংপুর বিভাগের আট জেলার মানুষের সুবিধার কথা চিন্তা করে সৈয়দপুরে যাত্রীবাহী আন্তর্দেশী এই ট্রেনটির যাত্রাবিরতি দাবিতে আজ (১৪ মার্চ) মানববন্ধন করেছে ‘সৈয়দপুর সিটি চাই’ নামের একটি সংগঠন।
সকাল সাড়ে ১০টায় শহীদ ডা. জিকরুল হক সড়কে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রেল নির্ভর শহর সৈয়দপুর। এ শহরের নাগরিকরা বিশেষ মর্যাদায় এক সময় সিটি এ্যালাউন্স পেত। তা বন্ধ হলেও বর্তমান সরকারের আমলে এ জনপদে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে। পাট, হাড়ের পণ্য, গামের্ন্টসসহ প্রায় শতাধিক উপকরণ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ হচ্ছে। সম্প্রীতি এক্সপ্রেসের যাত্রাবিরতি সৈয়দপুরে এই অঞ্চলে বসা-বাণিজ্য আরও প্রসারিত হবে।
সাংবাদিক এম আর আলম বলেন, ‘সৈয়দপুর হচ্ছে উত্তরবঙ্গের গেটওয়ে। এখানে যাত্রাবিরতি হলে ১৬ জেলার ব্যবসায়ী লাভবান জবে। পাশাপাশি ভারতীয় স্বজনরা যোগাযোগের মাধ্যমে সম্প্রতির বন্ধনটা আরও মজবুত করার সুযোগ পাবে। এই ট্রেনের যাত্রাবিরতিতে দক্ষিণ এশিয়ার স্বর্ণদ্বারে পরিণত হবে এ জনপদ। প্রায় ৮ কোটি মানুষের জীবন-জীবিকার উন্নয়ন ঘটবে।’
বাংলাদেশ ওয়াকার্স পাটির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার বলেন, ‘আমাদের বুকের ওপর দিয়ে ট্রেনটি যাবে। অথচ আমরা এই ট্রেনে উঠতে হবে ঢাকা থেকে। এ বিষয়টি মেনে নিতে পারি না।’
বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়না বলেন, ‘২৬ মার্চের আগে সৈয়দপুরে ট্রেনটির যাত্রাবিরতির জন্য জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ করছি।’
‘সৈয়দপুর সিটি চাই’ সংগঠনের আহবায়ক তামিম রহমানের সভাপতিত্বে ও মনির হোসেনের উপস্থাপনায় এ উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।