জুমবাংলা ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মেট্রোরেল। প্রায় সোয়া এক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রো চলাচল শুরু হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার পর হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন স্টেশনে মাইকিং করে জানানো হয় আজ আর ট্রেন চলবে না।
আরও জানানো হয়, যারা সিঙ্গেল জার্নির টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। এমআরটি পাশ যাদের আছে তারা কোনো জরিমানা ছাড়া স্টেশন ত্যাগ করতে পারবেন।
যদিও ট্রেন চলাচল বন্ধের কারণ সম্পর্কে মেট্রোরেলের কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।
তবে এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় হঠাৎ করে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। মেট্রো বন্ধ থাকায় বহু যাত্রী ভোগান্তিতে পড়েছিলেন।
মেট্রোরেল চালু হওয়ার আগে রাজধানীর রাস্তায় ঘণ্টায় যানবাহনের গতি ছিল চার দশমিক আট কিলোমিটার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১০ কিলোমিটারে। কমেছে নগরীর কার্বন নিঃসরণ। ২০৩০ সালের মধ্যে ১৪০ কিলোমিটার পথ আসবে ৬টি মেট্রোরেলের আওতায়। তখন দৈনিক প্রায় ৫২ লাখ ৪০ হাজার যাত্রী দ্রুত, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে মেট্রেতে যাতায়াত করতে পারবে।
এদিকে মেট্রো-৬ প্রকল্পটি উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার বর্ধিত করা হয়েছে। এতে স্টেশন থাকবে ৫টি। পুরো কাজ শেষ হলে মেট্রো-৬ তে নতুন আরও চারলাখ যাত্রী যোগ হবে। বর্তমানে মেট্রো রেলে তিন লাখ যাত্রী পরিবহন করা হচ্ছে।
রবিবার (১৯ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রোরেল’ অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট বসানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বিবেচনা করতে অনুরোধ জানিয়েছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।