স্পোর্টস ডেস্ক : ইনজুরি তাকে ঝাপটে ধরেছে বারবার। হাসান মাহমুদ ঘুরে দাঁড়িয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, ফিরেও এসেছেন দুর্দান্তভাবে।
সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মঞ্চেও অভিষেক হয়ে গেছে হাসানের। এই পেসার মুগ্ধও করেছেন সবাইকে।
নিয়মিত ভালো গতির সঙ্গে ঠিক রেখেছেন লাইন-লেন্থ। তাসকিন আহমেদের সঙ্গে হাসানের যুগলবন্দিও ছিল চোখে পড়ার মতো। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ১ মেডেনসহ ১৫ রান দিয়ে দুই উইকেট নেন হাসান মাহমুদ। এই ম্যাচের সেরা আরেক পেসার তাসকিন নিয়েছেন চার উইকেট।
তার সঙ্গে যুগলবন্দি নিয়ে হাসান মাহমুদ বলেছেন, ‘প্রথম ওভার থেকে ম্যাচের প্রবাহটা তাসকিন ভাই ধরছিল। আমিও কিছু অবদান রেখেছি, এজন্য ভালো লাগছে। অবশ্যই আমার প্রথম বিশ্বকাপ, তারপর উইকেট। একটু রোমাঞ্চ তো ছিলই। ’
‘আমার খুবই ভালো লাগছে যে তাসকিন ভাইয়ের সঙ্গে বোলিং করে। আশা করি সামনে আমরা এটা ধরে রাখতে পারব। ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে, ইন শা আল্লাহ। ’
বাকি ক্রিকেটারদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সরব দেখা যায় না হাসানকে। তবুও ওসব জায়গার সমালোচনা দলে খুব একটা প্রভাব ফেলেনি বলেই জানালেন হাসান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা আসলে ভালোটা নেওয়ার চেষ্টা করি। খারাপ জিনিসটা এড়িয়ে যাই। আর সবাই ইতিবাচক বলছে, এখনো পর্যন্ত ভালোভাবে যাচ্ছে। আমি এমনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না। ’
ভরপুর রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।