আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী যৌথ অভিযানে ২২ হাজার ১৫৬ জন প্রবাসীকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী ১৪ হাজার ২৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে ৪ হাজার ৭৮১ জন, শ্রম আইন অমান্য করেছে ৩ হাজার ৩৪৮ জন।
এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় ১ হাজার ৯২৪ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ইথিওপিয়ান ৬২ শতাংশ, ইয়েমেনি ৩৭ শতাংশ, অন্যান্য দেশের নাগরিক ১ শতাংশ। একই সময়ে সৌদি আরব অবৈধভাবে ত্যাগের চেষ্টা করায় আরও ৩২ জনকে আটক করে কর্তৃপক্ষ। এ ছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে ৩১ জন সৌদি প্রবাসীকেও গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ৩০ হাজার ২৩৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। যার মধ্যে ২৮ হাজার ৪০৭ পুরুষ এবং ১ হাজার ৮২৯ নারী।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২২ হাজার ৯১ জনকে তাদের দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণের নথি সংগ্রহের জন্য। এ ছাড়া ১৪ হাজার ৯১৬ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আর আরও ৪ হাজার ৭৮৪ জনের প্রত্যাবাসনের প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



