সৌদিতে এক সপ্তাহে আটক প্রায় ১৫ হাজার অবৈধ অভিবাসী

সৌদিতে এক সপ্তাহে আটক প্রায় ১৫ হাজার অবৈধ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান চলছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার অভিবাসীকে আটক করা হয়েছে। রেসিডেন্সি তথা বসবাসের আইন, শ্রম আইন ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ৭৫০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।

সৌদিতে এক সপ্তাহে আটক প্রায় ১৫ হাজার অবৈধ অভিবাসী

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত), সৌদি আরবের বিভিন্ন নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সম্মিলিত অভিযানে এসব প্রবাসীকে আটক করা হয়।

গত ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় রেসিডেন্সি আইন অমান্য করায় ৮ হাজার ৬৮৪ জন, সীমান্ত আইন অমান্য করায় ৪ হাজার ২৮ জন ও শ্রম আইন ভঙ্গ করায় আরও ২ হাজার ৩৮ জন অভিবাসীকে আটক করা হয়।

এদিকে অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় আটক করা হয়েছে আরও ২২৫ জনকে। এর মধ্যে ৩০ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপীয় ও ১২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদি আরব থেকে পালানোর সময় আটক করা হয় ৩৪ জনকে। এ ছাড়া সৌদি আরবে প্রবেশকারী অভিবাসীদের সীমান্ত পার হওয়া, পরিবহন ও আশ্রয় দিয়ে সাহায্য করায় আটক করা হয় আরও ২২ জনকে।

চল্লিশের পর মেয়েরা গোপনে কি করেন জানালেন বিদ্যা বালান