আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দিকে শতাধিক টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে ইসরায়েল। রেড লাইন অতিক্রম করলে ক্ষেপণাস্ত্র চালানো হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।
তিনি বলেছেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে।
ইতালির সংবাদপত্র কুরিয়ার ডেলা সেরাকে দেয়া এক সাক্ষাতকারে ইসরায়েল কাৎজ আরও বলেন, রেড লাইন অতিক্রম করলে তেহরানকে সৌদি, আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ ফ্রন্টকে মোকাবিলা করতে হবে।
রেড লাইনের ব্যাখ্যায় ইসরায়েল কাৎজ বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তোলার সুযোগ দেব না। ইরান যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বশেষ উপায় হিসেবে আমরা সামরিক ব্যবস্থাই বেছে নেব।’ তবে এমন হুমকির জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।