সৌদি আরবের মদিনার কাছে একটি বাস ও ডিজেল ট্যাংকারের সংঘর্ষে কমপক্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ শিশুসহ ১৮ জনই একই পরিবারের বলে জানা গেছে।

স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) রাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাংকারের সংঘর্ষ হয়। ওই বাসের বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে যাওয়া ওমরাহযাত্রী বলে ধারণা করা হচ্ছে।
হায়দরাবাদ-ভিত্তিক পরিবারটির শনিবার ফিরে আসার কথা ছিল বলে তাদের আত্মীয়রা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন।
এর আগে সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাটের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতিবেদনে অনুযায়ী, যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের ধাক্কা লাগে। সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যাওয়ার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। ফলে তাদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ শিশু রয়েছে। তবে এই সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



