সৌদি আরব প্রবাসীরা যারা ছুটিতে দেশে এসেছেন তাদের ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে দেশটি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি গেজেটে প্রকাশিত খবরে এই তথ্য দেয়া হয়। একইসাথে সৌদি আরবে যারা আছেন, তাদের ইকামার মেয়াদও তিন মাস স্বয়ক্রিয়ভাবে বাড়বে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এর নির্দেশে এই সুবিধা দেয়া হচ্ছে বলে জানানো হয়।
রবিবার ( ৫ জুলাই ) এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরব থেকে যারা দেশে ফিরতে এক্সিট ভিসা, ফাইনাল এক্সিট, রি-এন্ট্রি ভিসা লাগিয়েছিলেন কিন্তু করোনার কারণে দেশে যেতে পারেননি তারাও এই সুবিধা পাবেন। অর্থাৎ এই সকল ভিসার মেয়াদও স্বয়ংক্রিয়ভাবে তিন মাস বাড়বে। কোন জরিমানা বা ফি ছাড়াই তারা উড়োজাহাজের টিকিট কেটে দেশে ফিরতে পারবেন।
এরআগে মার্চ থেকে তিন মাস স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়িয়েছিল সৌদি সরকার। এবার দ্বিতীয় দফায় আরও তিন মাস মেয়াদ বাড়াল দেশটি। এছাড়াও সৌদি আরব ঘোষণা দিয়েছে, করোনাভাইরাসের প্রভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদেশি কর্মীদের দেশটিতে প্রবেশ করতে দেয়া হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।