সৌদি সফরে গিয়ে নিষিদ্ধ মেসি
স্পোর্টস ডেস্ক : পিএসজিতে নিজের ভবিষৎ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই শাস্তি পেলেন লিওনেল মেসি। বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় আর্জেন্টাইন তারকাকে ২ সপ্তাহের জন্য নিষিদ্ধ করল ফরাসি চ্যাম্পিয়নরা।
লিগ ওয়ানের ম্যাচে গত রোববার লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারে পিএসজি। সেই ম্যাচে পুরোটা সময় খেলে মেসি, পরে এশিয়ার দেশটিতে সফরে যান।
বিবিসি জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার আগে অনুমতি চেয়ে ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত।
শাস্তি পাওয়ায় আগামী ১৪ দিন ফরাসি ক্লাবটির হয়ে খেলতে কিংবা তাদের সঙ্গে অনুশীলন করতে পারবেন না মেসি। এই গ্রীষ্মেই শেষ হবে পিএসজির সঙ্গে তার দুই বছরের চুক্তির মেয়াদ। গত মার্চে বার্সেলোনার সহ-সভাপতি রাফায়েল ইয়ুস্তে বলেন, কাম্প নউয়ে ফেরাতে মেসির সঙ্গে যোগাযোগ করছেন তারা।
পিএসজির হয়ে এখন পর্যন্ত ৭১ ম্যাচে ৩১ গোল করেছেন মেসি, অবদান রেখেছেন ৩৪ গোল। গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা, এবারও শীর্ষে রয়েছে তার দল।
নিষেধাজ্ঞা পাওয়ায় লিগে দুটি ম্যাচ মিস করতে পারেন মেসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।