স্পোর্টস ডেস্ক: সব শঙ্কা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলে যাচ্ছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে চারটি ক্যাচ ধরেছেন বাংলাদেশের ফিল্ডার সাদমান ইসলাম। বে-ওভালে অভিজ্ঞ রস টেলরকে দিয়ে শুরু করেছিলেন সাদমান। এরপর হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র ও কাইল জেমিসনের ক্যাচ তালুবন্দী করেছে তিনি। আর এতেই হয়ে গেছে বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যতীত ফিল্ডারদের মধ্যে এক ইনিংসের সর্বোচ্চ রেকর্ড এতদিন ধরে ছিল শুধু সৌম্য সরকারের। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে চারটি ক্যাচ লুফেছিলেন সৌম্য। প্রায় পাঁচ বছর পর সেই রেকর্ডে ভাগ বসালেন সাদমান।
বাংলাদেশের পক্ষে টেস্টে আর কোনো নন-কিপার ফিল্ডারের এক ইনিংসে চার উইকেট নেওয়ার কৃতিত্ব নেই। তবে ইনিংসে তিনটি করে ক্যাচ ধরেছেন আল শাহরিয়ার রুখন, আমিনুল ইসলাম, রাজিন সালেহ, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, লিটন দাস, সৌম্য সরকার, মুমিনুল হক ও নাঈম হাসান।
এক ইনিংসে সবচেয়ে বেশি ৫টি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড রয়েছে ১৩ জনের। তারা হলেন ভিক রিচার্ডসন (অস্ট্রেলিয়া, ১৯৩৬), যাজুরবিন্দ্রা সিং (ভারত, ১৯৭৭), মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত, ১৯৮৯), কৃষ্ণমাচারি শ্রীকান্ত (ভারত, ১৯৯২), স্টিভেন ফ্লেমিং (নিউজিল্যান্ড, ১৯৯৭), গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা, ২০১২), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ, ২০১৩), ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ, ২০১৪), অজিঙ্কা রাহানে (ভারত, ২০১৫), জার্মেইন ব্ল্যাকউড (ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া, ২০১৮), বেন স্টোকস (ইংল্যান্ড, ২০২০) ও লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা, ২০২১)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।