কোহলির ফর্ম নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে একের পর এক ম্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু খারাপ ছন্দ চলছে বিরাট কোহলির। বড় রান কিছুতেই আসছে না তার ব্যাটে। আইপিএলের চলতি আসরে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কোহলি।

এই মুহূর্তে ভারত তথা আন্তর্জাতিক ক্রিকেট মহলের প্রধান আলোচনার বিষয় বিরাট কোহলির ফর্ম। ভারতের সাবেক অধিনায়ক তথা ভয়ংকর ব্যাটার বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে চলছে কাঁটাছেড়া। শোনা যাচ্ছে নানা গুণির নানা মত। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

কিছুদিন আগ পর্যন্তও কোহলির ব্যাটে সেঞ্চুরি খরা নিয়ে আলোচনা হচ্ছিল। তবে চলতি আইপিএলের শেষ ৫টি ইনিংসে যথাক্রমে ১, ১২, ০, ০ ও ৯ রানে আউট হওয়ার পরে সেই আলোচনাটা একেবারেই ফর্মভিত্তিক হয়ে দাঁড়িয়েছে। সেঞ্চুরি তো দূরের কথা, কোহলি এখন রানই পাচ্ছেন না! সুনীল গাভাস্কার থেকে যুবরাজ সিং, সবাই কোহলির অফ ফর্ম নিয়ে মন্তব্য করেছেন।

এবার সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলি আর রোহিত শর্মার ফর্মহীনতা নিয়ে। জবাবে তিনি বলেন, ‘তারা দুজনেই গ্রেট ক্রিকেটার। আমি নিশ্চিত তারা ফর্মে ফিরবে। আশা করি খুব তাড়াতাড়িই তারা রান করতে শুরু করবে। আমি জানি না বিরাট কোহলির মাথায় কী চলছে, তবে আমি নিশ্চিত সে ফর্ম ফিরে পাবে এবং বড় রান করবে। সে অসাধারণ ক্রিকেটার।’