জুমবাংলা ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘স্টিকার’ ছাড়া কোর্ট প্রাঙ্গণে সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নিরাপত্তা-সংক্রান্ত কমিটির নেওয়া এ সিদ্ধান্ত আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। এ ছাড়া কোর্টের প্রতিটি ভবনের ফটকে নিরাপত্তা জোরদার এবং প্রবেশমুখ নির্ধারিত সময়ের পর বন্ধ রাখা হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে বৈঠকে অন্যান্য বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পুলিশ মহাপরিদর্শকের প্রতিনিধি, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ডিএমপি কমিশনারের প্রতিনিধি, এসবি প্রতিনিধিসহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নেন।
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট অঙ্গন, প্রধান বিচারপতির বাসভবন ও ২০ তলা জাজেস কোয়ার্টারের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি উঠে আসে। এসব স্থাপনার ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করাসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।