সাধারণত শেভ করার পর চুলের ফলিকল বা আটকে থাকা রোমকূপ বাতাসের সংস্পর্শে চলে আসে। তখন এটি অক্সিডাইজ হয়ে কালো দাগ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, স্ট্রবেরি লেগস সৃষ্টির কয়েকটি কারণ রয়েছে। সেগুলো হলো শেভিং, কেরাটোসিস পিলারিস, ফলিকিউলাইটিস ও অতিরিক্ত শুষ্ক ত্বক।
ভুলভাবে, বিশেষ করে পুরোনো, কম ধার আছে এমন রেজার দিয়ে শেভ বা শেভিংয়ের সময় ভালো মানের শেভিং প্রোডাক্ট ব্যবহার না করলে স্ট্রবেরি লেগস হতে পারে। ভুলভাবে শেভ করলে ইনগ্রোন হেয়ার, ফলিকিউলাইটিসের মতো সমস্যা দেখা দেয়। আবার শেভিংয়ের থেকে জ্বালাপোড়া হলে ফলিকলের চারপাশে কালো হয়ে যেতে পারে।
পায়ের ত্বকে আছে হাজার হাজার রোমকূপ। এগুলোতে তেল, ব্যাকটেরিয়া, মৃত কোষ, ধুলাবালু আটকে যেতে পারে। আটকে থাকা রোমকূপকে ওপেন কমেডোন বলা হয়। যখন আটকে থাকা রোমকূপের তেল বাতাসের সংস্পর্শে আসে, তখন এটি অক্সিডাইজ হয়ে কালো হয়ে যায়।
খুবই সাধারণ একটি ত্বকের সমস্যা। বেশি দেখা যায় ঊরু ও বাহুর ত্বকে। ছোট ছোট পিম্পলের মতো দেখতে হলেও এগুলোর আকার বেশ রুক্ষ ও শক্ত। কিছু ক্ষেত্রে মুরগির চামড়ার মতোও হতে পারে। হেয়ার ফলিকলের শুরুতে প্রোটিন কেরোটিন ও মৃত এপিথেলিয়াল কোষ জমে কেরাটোসিস পিলারিস হতে পারে। সাধারণত শীতে এ সমস্যা বেশি দেখা দেয়।
হেয়ার ফলিকলের ইনফ্ল্যামেশন বা ইনফেকশনের জন্য ফলিকিউলাইটিস হয়ে থাকে। শেভিং বা ওয়াক্সিংয়ের পাশাপাশি ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাকের সংস্পর্শে গেলে এটি হতে পারে। ফলিকুলাইটিস সাধারণত ছোট লাল ফুসকুড়ি বা ফোসকা থেকে শুরু হয়। পরবর্তীকালে তা স্ক্যাবে পরিণত হতে পারে। এটি সহজে নিরাময় হয় না। যাঁদের ত্বক অতিমাত্রায় শুষ্ক, তাঁদের এসব ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা অনেক বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।