স্পোর্টস ডেস্ক : মানবিক কারণে পাকিস্তান ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শোয়েব মালিককে চার সপ্তাহের বিশেষ ছুটি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৮ জুন পুরো ৪২ জনের বহর ইংল্যান্ড সফরে রওনা হলেও, মালিক সেখানে যোগ দেবেন ২৪ জুলাই।
পিসিবির সুত্র মতে, গত পাঁচ মাস ধরে স্ত্রী সানিয়া মির্জা ও একমাত্র ছেলের সঙ্গে দেখা হচ্ছে না মালিকের। তার স্ত্রী-সন্তান করোনাভাইরাসের লকডাউনের কারণে আটকা পড়েছেন ভারতে। তাই পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দিতেই মূলত বিশেষ ছাড় দেয়া হলো মালিককে।
শিয়ালকোটের বাসিন্দা মালিক গত মার্চের শুরু থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমির সঙ্গে ছিলেন। তার আগ থেকেই সানিয়া ও তাদের সন্তান অবস্থান করছিলেন ভারতে। পিএসএল শেষ করেই পরিবারের কাছে যাওয়ার কথা ছিল মালিকের।
কিন্তু করোনাভাইরাসের কারণে পুরোটা শেষ হওয়ার আগেই স্থগিত হয়ে যায় পিএসএল। আর ভারতে দেয়া হয় পূর্ণাঙ্গ, বন্ধ করে দেয়া হয় সকল ফ্লাইট। যা এখনও সে অর্থে চালু হয়নি। তাই ছুটি পেলেও ঠিক কবে পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন মালিক, তা নিশ্চিত হয়। ধারণা করা হচ্ছে, দুবাইয়ে হতে পারে স্ত্রী-সন্তানের সঙ্গে মালিকের সাক্ষাৎ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।