জিএম কাদের বলেন, ‘আজকেও গতকালের মতই তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।’
তিনি বলেন, ‘অক্সিজেন দেওয়া হচ্ছে। ডাক্তারি ভাষায় যেটাকে লাইফ সাপোর্ট বলে সেটা নয়। দুই ঘণ্টা আন্ডার প্রেসারে, দুই ঘণ্টা স্বাভাবিক অক্সিজেন দেওয়া হচ্ছে।’
রবিবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের কাদের বলেন, শ্বাসপ্রশ্বাসে সমস্যার কারণে তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে।
শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত বুধবার এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়।
রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন ৯০ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি।
গত নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। এরশাদ গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।