জুমবাংলা ডেস্ক : গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরিবহন নেতাদের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহালই রয়েছে।
এরই সমাধান খুঁজতে একইস্থানে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দ্বিতীয়বার বৈঠকে বসছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতারা।
বুধবার (২০ নভেম্বর) রাত নটায় স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত বিশেষ সহকারী রেজওয়ানুল হক রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে আসা পরিবহন মালিক সমিতির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে।
এর আগে, বুধবার সকাল থেকে পণ্যবাহী যানবাহনে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন ট্রাক, কাভার্ডভ্যানের মালিক শ্রমিকরা। অঘোষিত ধর্মঘটে মঙ্গলবার দেশের ২০ জেলায় বাস চলাচল বন্ধ ছিল। এতে ভুগছেন যাত্রীরা। রাজধানীতেও গণপরিবহন ছিল কম।
বিধিমালা প্রণয়ন না করেই গত ১ নভেম্বর থেকে কার্যকর করা হয় বহুল আলোচিত সড়ক পরিবহন আইন। গত বছর নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী নজিরবিহীন আন্দোলনের ফলে করা হয় এ আইন। আইনে ট্রাফিক নিয়ম ভঙ্গে জরিমানা বেড়েছে হাজার গুণ পর্যন্ত। বেড়েছে কারাদণ্ডও। পরিবহন মালিক, শ্রমিকরা এতে অসন্তুষ্ট। তারা আইনটিকে কঠোর আখ্যা দিয়ে সংশোধনের দাবি করে আসছেন।
গত রোববার থেকে নতুন আইন প্রয়োগ শুরুর পরদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন, কোনো চাপে পিছু হটবেন না। এই ঘোষণার ২৪ ঘণ্টা পার না হতেই ধর্মঘটের ডাক আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


