স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে জিম্বাবুয়ের মাঠে তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে এককথায় উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল।
বুধবার (১০ নভেম্বর) বুলাওয়ের কুইন স্পোর্টস ক্লাবে আগে ব্যাটিং করে মাত্র ২৩.২ ওভারে ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। প্রেসিয়াস মারাঙ্গের ২৯ বলে ১৭ রান ছাড়া কেউই দুই অংক ছুঁতে পারেনি।
বাংলাদেশের পক্ষে ৬ ওভারে ১ মেইডেন দিয়ে তিনটি উইকেট তুলেছেন জাহানারা আলম।। ৭ ওভার বল করে ৬ রান দিয়ে সালমা খাতুন তুলেছেন তিনটি উইকেট। তার মধ্যে চারটি ওভারই ছিল মেইডেন।
অন্যদিকে ৫ ওভার ২ দুই বলে তিন মেইডেনে ২ রান খরচে তিনটি উইকেট তুলেছেন নাহিদা আখতার। এছাড়া ৪ ওভারে ১ মেইডেনে ১৩ রান খরচ করে এক উইকেট নেন ঋতু মনি।
ব্যাটিং করতে নেমে দুই ওপেনার মুরশিদা খাতুন এবং শারমিন আক্তার ভালো শুরু এনে দিতে পারেনি। মুরশিদা ৭ ও শারমিন ৯ রানে বিদায় নেন। এরপর ফারজানা ২১ বলে ১১ ও রুমানা ২০ বলে ১৬ রানে অপরাজিত থেকে মাত্র ১০.৪ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
জিম্বাবুয়ের হয়ে এস্থার এমবোফানা ও প্রিসিয়াস মারাঙ্গে একটি করে উইকেট নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।