
জুমবাংলা ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির আগেই দেশের সকল গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করা হবে। খবর ইউএনবি’র।
শনিবার গাজীপুরের মাধবপুর এলাকায় বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘ছয় মাস পর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং এক বছর পর স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এ দেড় বছরের মধ্যে দেশের সকল ভূমিহীন ও বাস্তুহীন মানুষের জন্য বাসস্থান নিশ্চিত করা হবে। গৃহহীন প্রত্যেক পরিবারকে সরকারের তরফ থেকে বাড়ি তৈরি করে দেয়া হবে। প্রধানমন্ত্রীর নেতেৃত্বে এ ধরনের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী কাউন্সিলর নাজনীন আক্তার সিন্ডা, মাহমুদা আক্তার মুক্তা এবং আওয়ামী লীগ নেতা রেজাউল করীম মোল্লা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।