ময়মনসিংহের নান্দাইলে স্বামী পছন্দ না হওয়ায় কীটনাশক পানে লাকি আক্তার (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। নিহত লাকি আক্তার উপজেলার রসুলপুর গ্রামের গোলাপ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, আনুমানিক দেড়মাস আগে ঈশ্বরগঞ্জের মহেষপুর গ্রামের আব্দুর রাশিদের পুত্র মো.হারুন মিয়া ওরফে বাসারের সাথে বিয়ে হয়। সর্ম্পকে তাঁরা মামাতো-ফুফাতো ভাই-বোন। স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগেই থাকত।
নিহত লাকি আক্তারের স্বামী বাসার জানান, রবিবার (১ মার্চ) সকালে শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে যেতে আসেন তিনি। কিন্তু তাকে দেখেই স্ত্রী রাগারাগি করতে শুরু করে। এক পর্যায়ে তাঁর শ্বশুর-শাশুড়ি অনেক বুঝানোর পর কোনো একদিন যাবে এ সিদ্ধান্ত দেন। এ অবস্থায় তিনি চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে জানতে পারেন স্ত্রী লাকি কীটনাশক খেয়েছে।
পরে নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নান্দাইল থানার উপপরিদর্শক আব্দুছ ছাত্তার বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।